মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

  • সিলেট ভিশন ::
  • প্রকাশের সময় : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৫

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ অথবা ১১ জুলাই প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার পর সারা দেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশ করা।

 

 

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির কালবেলাকে বলেন, ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

 

 

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, গত ১৫ মে ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষাবোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল।

 

 

শিক্ষাবোর্ড ১৩-১৫ জুলাই ফল প্রকাশের প্রস্তাব দিলেও, শিক্ষা মন্ত্রণালয় আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দেয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের ১০ অথবা ১১ জুলাই ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে।

 

 

শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, বিগত ১৫ বছরের রীতি ভেঙে এবার পরীক্ষার সারসংক্ষেপ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা কাছে হস্তান্তর করা হবে না। শিক্ষা উপদেষ্টা এ-সংক্রান্ত কোনো সংবাদ সম্মেলনও করবেন না। তবে আন্তঃশিক্ষাবোর্ড ফলাফলের বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে।

 

 

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয়। এবারের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

এসএসসির পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

প্রকাশের সময় : ০২:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ অথবা ১১ জুলাই প্রকাশিত হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ১১টার পর সারা দেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশ করা।

 

 

আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক এবং ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির কালবেলাকে বলেন, ফল প্রকাশের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তারিখ অনুমোদন করলেই ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে।

 

 

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস জানায়, গত ১৫ মে ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে মাদ্রাসা শিক্ষাবোর্ডের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ হওয়ার কথা ছিল।

 

 

শিক্ষাবোর্ড ১৩-১৫ জুলাই ফল প্রকাশের প্রস্তাব দিলেও, শিক্ষা মন্ত্রণালয় আরও আগে ফল প্রকাশের নির্দেশনা দেয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের ১০ অথবা ১১ জুলাই ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে।

 

 

শিক্ষা মন্ত্রণালয় আরও জানায়, বিগত ১৫ বছরের রীতি ভেঙে এবার পরীক্ষার সারসংক্ষেপ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা কাছে হস্তান্তর করা হবে না। শিক্ষা উপদেষ্টা এ-সংক্রান্ত কোনো সংবাদ সম্মেলনও করবেন না। তবে আন্তঃশিক্ষাবোর্ড ফলাফলের বিস্তারিত নিয়ে একটি সংবাদ সম্মেলন করতে পারে।

 

 

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে (তত্ত্বীয় পরীক্ষা) শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত চলে। এ বছর ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষায় অংশ নেয়। এবারের এসএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হয়েছে।