শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামের বাসের ধাক্কায় চুয়েটের দুই ছাত্র নিহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্র নিহত হয়েছেন।

সোমবার বিকালে ৫টার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার জিয়ানগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্ত সাহা (২৩) ও মো. তৌফিক (২২)। শান্ত চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আর তৌফিক একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শান্তর বাড়ি নরসিংদী এবং তৌফিকের বাড়ি নোয়াখালী বলে জানা যায়। ঘটনার পর চুয়েট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন।  শাহ আমানত নামে একটি বাস চট্টগ্রাম বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসার পথে দুর্ঘটনার শিকার হয়। মূলত দ্রুতগতিতে আসা বাসটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলে মারা শান্ত সাহা এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তৌফিক।

রাঙ্গুনিয়া থানার এসআই আবু সায়েদ জানান, শান্ত ও তৌফিক নামে চুয়েটের দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হন। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে পথে মারা যান আরেক ছাত্র। বাসটি আটক করা হয়েছে।
 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বন্ধুদের সহযোগিতায় পুলিশ কন্সষ্টেবলের সরকারি কোয়ার্টারে গৃহকর্মীকে ধর্ষণ!

চট্টগ্রামের বাসের ধাক্কায় চুয়েটের দুই ছাত্র নিহত

প্রকাশের সময় : ০৩:০৬:১১ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্র নিহত হয়েছেন।

সোমবার বিকালে ৫টার দিকে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকার জিয়ানগরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্ত সাহা (২৩) ও মো. তৌফিক (২২)। শান্ত চুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আর তৌফিক একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

শান্তর বাড়ি নরসিংদী এবং তৌফিকের বাড়ি নোয়াখালী বলে জানা যায়। ঘটনার পর চুয়েট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাচ্ছিলেন।  শাহ আমানত নামে একটি বাস চট্টগ্রাম বহদ্দারহাট থেকে রাঙ্গুনিয়ার দিকে আসার পথে দুর্ঘটনার শিকার হয়। মূলত দ্রুতগতিতে আসা বাসটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়।

এ সময় ঘটনাস্থলে মারা শান্ত সাহা এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তৌফিক।

রাঙ্গুনিয়া থানার এসআই আবু সায়েদ জানান, শান্ত ও তৌফিক নামে চুয়েটের দুই ছাত্র রাঙ্গুনিয়া থেকে চুয়েটের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হন। ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে পথে মারা যান আরেক ছাত্র। বাসটি আটক করা হয়েছে।