বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে নিরাপদ মহাসড়ক ও দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে ছাতকের জয়কলস হাইওয়ে থানায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে থানার ধারণবাজার এলাকার প্রাঙ্গণে এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একই রিজিয়নের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সার্জেন্ট সম্রাট হোসেনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা বক্তব্য রাখেন। বক্তারা মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য এবং অনভিজ্ঞ চালকদের দায়ী করেন। এই সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টদেরও কার্যকর ভূমিকা রাখার উপর জোর দেন তারা।
শ্রমিক নেতারা সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার ও পাগলাবাজার এলাকায় সড়কের জায়গা দখল করে দোকানপাট বসানোর কারণে সৃষ্ট যানজটের বিষয়টি তুলে ধরেন। তারা এই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করার জন্য জোর দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম মহাসড়ক নিরাপদ রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি বলেন, “মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ একা নয়, পরিবহন মালিক, শ্রমিক এবং সাধারণ মানুষ সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।” তিনি যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক সভা আয়োজনের প্রতিশ্রুতি দেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট আম্বরখানা বাস মিনিবাস শাখার সভাপতি রনজিত দত্ত, সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংবাদিক আবদুল আলিমসহ বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধারণ নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন সালেহী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

জনপ্রিয় সংবাদ

বন্ধুদের সহযোগিতায় পুলিশ কন্সষ্টেবলের সরকারি কোয়ার্টারে গৃহকর্মীকে ধর্ষণ!

ছাতকে নিরাপদ মহাসড়ক ও দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:২৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার এবং দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে ছাতকের জয়কলস হাইওয়ে থানায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে থানার ধারণবাজার এলাকার প্রাঙ্গণে এই সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একই রিজিয়নের সহকারী পুলিশ সুপার মির্জা মো. সাইজুদ্দিন। জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সার্জেন্ট সম্রাট হোসেনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা বক্তব্য রাখেন। বক্তারা মহাসড়কে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য এবং অনভিজ্ঞ চালকদের দায়ী করেন। এই সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি পরিবহন সংশ্লিষ্টদেরও কার্যকর ভূমিকা রাখার উপর জোর দেন তারা।
শ্রমিক নেতারা সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার ও পাগলাবাজার এলাকায় সড়কের জায়গা দখল করে দোকানপাট বসানোর কারণে সৃষ্ট যানজটের বিষয়টি তুলে ধরেন। তারা এই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করার জন্য জোর দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম মহাসড়ক নিরাপদ রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি বলেন, “মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ একা নয়, পরিবহন মালিক, শ্রমিক এবং সাধারণ মানুষ সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।” তিনি যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ ধরনের সচেতনতামূলক সভা আয়োজনের প্রতিশ্রুতি দেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট আম্বরখানা বাস মিনিবাস শাখার সভাপতি রনজিত দত্ত, সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংবাদিক আবদুল আলিমসহ বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধারণ নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দিন সালেহী।