সুনামগঞ্জে ব্যবসায়ির বাড়িতে চাঁদার টাকা আনতে গিয়ে বিএনপি নেতাদের গুণধর ভাতিজাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকুতর নাম ফয়সাল আমিন জীবন (২৪)। তিনি দোয়ারাবাজারের বোগলাবাজারের প্রয়াত ইউপি সদস্য সামছুল আলমের ছেলে ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক এবং একই উপজেলার বোগলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টুর প্রয়াত বড় ভাইয়ের ছেলে (ভাইপো) ভাতিজা।
বৃহস্পতিবার মামলা দায়ের পুর্বক দোয়ারাবাজার থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে।
এরপুর্বে দোয়ারাবাজারের পেশকারগাঁও গ্রামে ব্যবসায়ি ফখর উদ্দিনের বাড়ি থেকে পুরিশ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসে।
বৃহস্পতিবার আদালত থেকে প্রাপ্ত মামলার ও বাদীর সুত্রে জানা যায়, দোয়ারাবাজারের পেশকারগাঁও গ্রামের মৃত আমজাদ আলী মাষ্টারের ছেলে ব্যবসায়ি ফখর উদ্দিনের সালিসে নিষ্পক্তি হওয়ার পর খোয়া যাওয়া ম্যামরি কার্ডে থাকা ব্যাক্তিগত কয়েকটি ছবি সামাজিক যোগোযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে প্রথম দফায় উপজেলার বোগলার বাজারের ধর্মপুর গ্রামের প্রয়াত ছাক্তার মোড়লের ছেলে ইউপি সদস্য মনিরুল ইসলাম ওরফে নান্টু মেম্বার ও গ্রেফতার ফয়সাল আমিন জীবন ৭ হাজার টাকা চাঁদা আদায় করেন।
এরপর ইউপি সদস্যের প্ররোচনায় ফয়সাল বুধবার রাতে দি¦তীয় দফায় ৫০ হাজার টাকা চাঁদা আনতে পেশকারগাঁও গ্রামে ফখর উদ্দিনের বাড়ি যায়। ওই সময় ফখর ও গ্রামবাসী মিলে ফয়সালকে উৎ]ম মধ্যম দিয়ে থানা পুলিশের হাতে তুলে দেন।
দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মিন্টু প্রয়াত বড় ভাইয়ের ছেলে গ্রেফতার ফয়সালকে চিনেন না বলে জানান।
দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মালেক,প্রয়াত বড় ভাইয়ের ছেলে গ্রেফতার ফয়সালকে (ভাতিজা) স্বীকার করে বলেন, ফয়সাল পরিবারের অবাধ্য, কারো কোনরকম কথা বার্তা শুনে না, তাই তার অপরাধ অপকর্মের দায়ভার তাকেই নিতে হবে।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান,ফখর উদ্দিন বাদী হয়ে চাঁদা আদায়, চাঁদাদাবির অভিযোগ এনে ফয়সাল ও তার সহযোগি ইউপি সদস্য মনিরুল ইসলাম ওরফে নান্টু মেম্বারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বৃহস্পতিবার।
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে ব্যবসায়ির বাড়িতে চাঁদার টাকা আনতে গিয়ে গ্রেফতার এক
-
নিজস্ব প্রতিবেদক ::
- প্রকাশের সময় : ০৫:০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- ৪২
জনপ্রিয় সংবাদ