১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাক-হানাদার বাহিনীর কবল থেকে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনের সংযমের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর আমাদের বীর সেনানী মুক্তিযোদ্ধারা বিজয় ছিনিয়ে এনেছিলেন। সেই দিন থেকে বাংলাদেশে জাতীয় পর্যায়ে প্রতিবছর ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে ১৬ ই ডিসেম্বর মহা বিজয়ী উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক অমিত দেব’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব এর সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী কমিনিউটি নেতা এম এ কাদির,
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ সাংবাদিক আব্দুল হাই, সদস্য সাংবাদিক জামাল উদ্দিন বেলাল, হুমায়ূন কবীর ফরীদি, হিফজুর রহমান তালুকদার জিয়া, আমিনুল হক শিপন, শাহ এসএম ফরিদ, গোলাম সারোয়ার, আল আমিন ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ হাজী নিজাম উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক হুমায়ূন কবির, আমিনুর রহমান জিলু, গোবিন্দ দেব, জুয়েল আহমদ, বিপ্লব দেবনাথ। পরে সাংবাদিক এসএম ফরিদের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত
-
ভিশন ডেস্ক ::
- প্রকাশের সময় : ১০:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- ৮২