মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে “কুলাউড়া পৌরসভা ২য় মেধাবৃত্তি পরীক্ষা -২০২৩” এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুলাউড়া পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, মেধাবৃত্তি পরীক্ষা কমিটির আহবায়ক সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, ভারপ্রাপ্ত কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভুইঁয়া।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাছিত চৌধুরী ও বর্তমান প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন বাচ্চু, আতাউর রহমান চৌধুরী ছোহেল প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে এসএসসি/এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১০৫ জন ও পৌরসভার আয়োজনে দ্বিতীয় মেধাবৃত্তিতে ২ জন ট্যালেন্টপুলসহ মোট ৩৭ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়। এছাড়াও দরীদ্র মেধাবী শিক্ষার্থীকে এককালীন বৃত্তি প্রদান করা হয়।