হবিগঞ্জ প্রতিনিধি:: শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শেরপুর গ্রামে স্বামীর হাতে ফুলতারা (২৮) নামে প্রাণ কোম্পানীর শ্রমিক নিহতের ঘটনায় ঘাতক রফিককে রিমান্ডে এনেছে পুলিশ। তবে সে হত্যার দায় স্বীকার করলে ব্যবহৃত ছুরিটি উদ্ধার হয়নি। তবে পুলিশ জানিয়েছে আজ শনিবার রফিককে নিয়ে ছুরিটি উদ্ধারে চেষ্টা চালানো হবে। গত বৃহস্পতিবার সদর থানার এসআই সনক কান্তি দাশ ঘাতক রফিককে রিমান্ডে এনেছেন। রিমান্ডে সে হত্যার দায় স্বীকার করেছে। পুলিশ জানায় ফুলতারা তাকে তালাক দিয়ে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে। সে এটি সহ্য করতে না পেরে হত্যা করে। তবে পরকিয়া প্রেমিককেও ধরতে হবে বলে জানায় পুলিশ। রফিক ব্রাহ্মণডোরা গ্রামের হুরন আলীর ছেলে। গত ৭ মে ফুলতারা কোম্পানী থেকে বাড়ি ফেরার সময় পথে পূর্ব থেকে উৎপেতে থাকা রফিক ব্রাহ্মণডোরা এলাকায় ছুরিকাঘাত করে। এ সময় তার সাথে থাকা প্রেমিক পালিয়ে যায়। ছুরিকাঘাতে সে গুরুতর আহত হলে লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সিলেট প্রেরণ করা হয়। ৮ মে সকালে সে মারা যায়। এ ঘটনায় সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ফুলতারার পিতা বাদি হয়ে হত্যা মামলা করে। পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত রফিকের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শায়েস্তাগঞ্জে পরকিয়ার কারনে খুন হন ফুলতেরা
-
সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : ০১:২১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- ১৪৯
জনপ্রিয় সংবাদ