আজ রোববার থেকে শুরু হচ্ছে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস মাহফিল।
প্রতিবছর হিজরি সনের জিলকদ মাসের ১৯-২০ তারিখে দুদিনব্যাপী এই ওরস অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের ভক্ত ও আউলিয়াপ্রেমীরা অংশ নেন।
শুক্রবার রাত থেকেই ভক্তরা আসা শুরু করেছেন মাজার প্রাঙ্গণে। ফলে তিলধারণের স্থান নেই মাজার প্রাঙ্গণে। মাজারে গিলাপ ছড়ানো, জিকির-আজকার, খতমে কুরআন, আখেরি মোনাজাত ও শিরণি বিতরণের আয়োজন করা হয়েছে। লোকজন মানত করা টাকা-পয়সা ও গরু-ছাগল দিয়েছেন। ওরস সফল করতে আয়োজক কমিটি ও প্রশাসন কাজ করে যাচ্ছে।
শুক্রবার বিকালে মাজার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ কমিশনার রেজাউল করিম বলেন, ওরসের সময় প্রশাসনের পক্ষ থেকে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তিনি জানান, সাদা পোশাকে থাকবে পুলিশ, থাকবে সিসি ক্যামেরাও।
কোনো ধরনের মোবাইল ফোন ছিনতাই বা প্রতারণার ঘটনা যেন না ঘটে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে বলেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও শাহজালাল (রহ.)-এর মাজারের অন্যতম খাদিম মুফতি নিহাল উদ্দিন।