সারা দেশের সাথে একযোগে হবিগঞ্জেও ত্রিশ হাজার টাকা ভাতা এবং কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণসহ চার দফা দাবিতে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। এ সময় তারা দাবি আদায়ের জন্য মৌন শোভাযাত্রাসহ মানববন্ধন করছে। সোমবার (২৫ মার্চ) সকাল থেকে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা সদর হাসপাতালে এই কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে একইদিন তারা এই কর্মবিরতি পালন করেছেন। হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগী জানান, আজকে দুইদিন থেকে তারা সময়মত ডাক্তার পাচ্ছেন না। অনেক রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে অন্যত্র চলে গেছে। ইন্টার্ন চিকিৎসক পরিষদ হবিগঞ্জের সভাপতি মোশাহিদ তালুকদার বলেন, আমাদের যুক্তির দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আশা করি সরকার প্রধান ও স্বাস্থ্যমন্ত্রী আমাদের বিষয়টি গুরুত্ব দিয়ে মানবিকভাবে বিবেচনা করবেন। আমরা কাজে ফিরতে চাই, কিন্তু আমাদেরকে কাজের পরিবেশ তৈরি করে দিতে হবে।
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
-
সংবাদকর্মীর নাম
- প্রকাশের সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- ১৩৯
জনপ্রিয় সংবাদ