সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকার হারুনুর রশিদ হিরন মিয়া ছিলেন সময়ের সাহসী যোদ্ধা।সকলের প্রিয়
নামটি শুধু একটি পরিচয় নয়, এটি এক অনন্য ইতিহাস, এক প্রেরণার উৎস, জগন্নাথপুরের মাটিতে জন্ম নেওয়া এক সময়ের সাহসী যোদ্ধা, তৃণমূল রাজনীতির প্রতীক এবং সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসায় গড়া এক মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি।
তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জগন্নাথপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান এবং আমৃত্যু জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাঁর নেতৃত্বে জগন্নাথপুরে রাজনীতি পেয়েছিল আদর্শিক ভিত্তি, সংগঠন পেয়েছিল দৃঢ়তা, আর মানুষ পেয়েছিল ভরসা।
হিরন মিয়া ছিলেন নির্ভীক, নীতিনিষ্ঠ, মানবিক এবং দূরদর্শী এক নেতা*, যিনি জনপ্রতিনিধি হয়েও সাধারণ মানুষের মতো চলতেন, তাঁদের দুঃখ-কষ্টকে নিজের দায়িত্ব মনে করতেন। তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে ছিল সততা, ত্যাগ ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়।
আজ তাঁর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মানুষটিকে — যিনি শরীরে না থাকলেও বেঁচে আছেন প্রতিটি প্রজন্মের হৃদয়ে, চেতনায়।
তিনি ছিলেন আমাদের বাতিঘর।
আজ তাঁর ছড়িয়ে দেওয়া সেই আলোক-রেখা অন্ধকারে পথ দেখাক নতুন প্রজন্মকে, আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে ন্যায়, আদর্শ ও সেবার অনুপ্রেরণা হয়ে থাকুক চিরকাল।
লেখক-
প্রবাসি সাংবাদিক
আজহারুল হক ভূঁইয়া শিশু 







