হবিগঞ্জের চুনারুঘাট থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ মো.জামাল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
বুধবার(১০ এপ্রিল) রাত ১১টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮৮ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো.জামাল মিয়া (৩০) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার চান্দপুর এলাকার বাসিন্দা এবং জাল নোট বাজারজাতকারী চক্রের একজন সদস্য।
বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো.মশিহুর রহমান সোহেল।
তিনি জানান, পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সংবদ্ধ জাল নোট প্রস্তুতকারী চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠছে। এই চক্রের সদস্যরা জাল নোট প্রস্তুত করে সিলেটসহ সারাদেশের বিভিন্ন মার্কেটে সিন্ডিকেটের মাধ্যমে জাল টাকা ছড়িয়ে দিচ্ছে। সংঘবদ্ধ চক্রটি দেশের অর্থনীতিকে অচল করতে এবং অবৈধভাবে অল্প সময়ে অধিক মুনাফার লোভে দেশি-বিদেশি জাল নোট তৈরি করে প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে।এই চক্রের সদস্যরা আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে লেনদেন করে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এরই প্রেক্ষিতে জাল নোট প্রস্তুত ও বাজারজাতকারী চক্রের সদস্যদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনতে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল জানতে পারে জাল নোট বাজারজাতকারী চক্রের একজন সদস্য হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকায় অবৈধভাবে জাল নোট লেনদেন করার উদ্দেশ্যে অবস্থান করছে। এরপ্রেক্ষিতে অভিযান চালিয়ে জামালকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী এবং জব্দকৃত জাল নোট হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও এই চক্রের অন্যান্য সদস্য এবং যে কোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি এবং চলমান
অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।