Sylhet ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডন থেকে ফিরছেন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর নেতা–কর্মীর ঢল

 চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হাজারো নেতা-কর্মীর ঢল নেমেছে।

বিমানবন্দর সড়ক থেকে খালেদা জিয়ার বাসভবন ‌‌‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুধারে অপেক্ষা করছেন দলটির নেতা-কর্মীরা। এই নেতাকর্মীদের হাতে রয়েছে বাংলাদেশ ও বিএনপির পতাকা। এর পাশাপাশি রয়েছে নানা রঙ্গের ফেস্টুন, ব্যানার। খালেদা জিয়া ও জোবাইদা রহমানকে স্বাগত জানিয়ে এসব বর্ণিল ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন তারা। সেইসঙ্গে স্লোগানে মুখরিত করছেন পুরো এলাকা।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত সড়কে অবস্থান নিতে থাকেন।

জনসাধারণের চলাচলে যেন অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের এই সড়কের ফুটপাথে অবস্থান নেওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

লন্ডন থেকে ফিরছেন খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর নেতা–কর্মীর ঢল

প্রকাশের সময় : ০৪:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 চার মাস পর দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকালে তাকে অভ্যর্থনা জানাতে রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হাজারো নেতা-কর্মীর ঢল নেমেছে।

বিমানবন্দর সড়ক থেকে খালেদা জিয়ার বাসভবন ‌‌‘ফিরোজা’ পর্যন্ত সড়কের দুধারে অপেক্ষা করছেন দলটির নেতা-কর্মীরা। এই নেতাকর্মীদের হাতে রয়েছে বাংলাদেশ ও বিএনপির পতাকা। এর পাশাপাশি রয়েছে নানা রঙ্গের ফেস্টুন, ব্যানার। খালেদা জিয়া ও জোবাইদা রহমানকে স্বাগত জানিয়ে এসব বর্ণিল ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন তারা। সেইসঙ্গে স্লোগানে মুখরিত করছেন পুরো এলাকা।

এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত সড়কে অবস্থান নিতে থাকেন।

জনসাধারণের চলাচলে যেন অসুবিধা না হয় সেটা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের এই সড়কের ফুটপাথে অবস্থান নেওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে দলটির শীর্ষ পর্যায় থেকে।