বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২০২৭ সনের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবির পাভেল ও সাধারণ সম্পাদক পদে আশকার আমিন রাব্বী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৭ মে) দুপুরে নগরীর লামাবাজারস্থ লাবিস্তা হোটেলের হলরুমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৭ ভোটের মধ্যে পাভেল পান ২২টি ও রাব্বী পান ২০টি ভোট।
এছাড়া নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সহ-সভাপতি: হুমায়ুন কবির লিটন ও শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ: জাবেদ আহমদ।
জানা যায়, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবীর পাভেল (২২ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী দুলাল হোসেন (৫ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন। সহ সভাপতি পদে হুমায়ুন কবির লিটন (২৩ ভোট), শেখ আব্দুল মজিদ (১৪ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী মো. নুরুল ইসলাম (৮ ভোট) ও শাহ মো. কয়েস আহমদ (৩ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী (২০ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্ধী মো. নুরুল ইসলাম (৭ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন। কোষাধক্ষ্য পদে জাবেদ আহমদ (২০ ভোট) পেয়ে বিজয় লাভ করেন এবং প্রতিদ্বন্ধী মো. শাহীন আহমদ (৭ ভোট) পেয়ে পরাজিত হয়েছেন।
এর আগে, বিনা প্রতিদ্বন্ধী চার জন নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী।
এদিকে, বৃহস্পতিবার (১৫ মে) নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে। কমিশনের দায়িত্বে ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচনের পুরো কার্যক্রম অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের মধুবনস্থ নিজস্ব কার্যালয়ের ড. রাগীব আলী ফটো গ্যালারির হলরুমে।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন-সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ২০২৫-২৭ সালে মোট ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, আফতাব উদ্দিন, কামাল উদ্দিন আহমদ, ফয়সল আহমদ বাবলু ও ছাত্র-জনতার আন্দোলনে আহত আব্দুস সালাম টিপু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সদস্য মামুন হাসান, শেখ আশরাফুল আলম নাসির, ইকবাল মুন্সি, আনিস মাহমুদ, পল্লব ভট্টাচার্য্য, সুব্রত দাস, আব্দুল খালিক, এইচ এম শহীদুল ইসলাম, একরাম হোসেন, মামুন হোসেন, সহযোগি সদস্য আনিস রহমান, বেলায়েত হোসেন, বিলকিছ আক্তার সুমি, রত্না আহমদ তামান্না, শিপন আহমদ প্রমুখ।
এবারই প্রথমবারের মতো অ্যাসোসিয়েশনের সকল পদে একটি পূর্ণাঙ্গ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০০ সালের ৭ মে প্রতিষ্ঠিত এ সংগঠন সিলেটের স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত ফটো সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০২৩-২০২৫ সনের কমিটির সময়ে সংগঠন নিজস্ব কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করে।