বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিট ও কমিউনিটি পুলিশিং বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাদের। দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে এবং তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান এবং তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি কাদের বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। “আমরা নিপীড়ক নয়, জনগণের প্রকৃত বন্ধু হতে চাই। মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। নবাগত ওসি শফিকুল ইসলাম খানকে এলাকাবাসী শুভেচ্ছা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sylhet Vision

ছাতকে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে বিট ও কমিউনিটি পুলিশিং বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল কাদের। দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে এবং তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রঞ্জন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান এবং তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি কাদের বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। “আমরা নিপীড়ক নয়, জনগণের প্রকৃত বন্ধু হতে চাই। মাদক, চাঁদাবাজি ও ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
এ সময় সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন। নবাগত ওসি শফিকুল ইসলাম খানকে এলাকাবাসী শুভেচ্ছা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমাবেশটি সফলভাবে সম্পন্ন হয়।